ইন্ডিয়া হুড ডেস্কঃ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়াম থেকে খালি হাতেই ফিরল দুই দল। খেলা তো দূর, বৃষ্টির তোড়ে ক্রিজেই নামতে পারলনা কেউ। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্সের। ম্যাচ ভেস্তে যাওয়ার কলকাতার পক্ষে শীর্ষস্থান নিশ্চিত হল বটে তবে ফিল সল্ট দেশে ফিরে যাওয়ার পর নতুন দল নিয়ে যে প্র্যাকটিসটা দরকার ছিল সেটা হলনা।
এইদিন রাত ১০.৫৬ অবধি অপেক্ষা করেও মাঠে নামা গেলনা। ফলস্বরূপ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল সানরাইজার্স। আগামিকাল মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে তাদের। তার পরের দিন এলিমিনেটর খেলবে রাজস্থান আর বেঙ্গালুরু।
গত রবিবার ম্যাচের আগে থেকেই শুরু হয় তুমুল বৃষ্টি। যে কারণে সন্ধ্যা ৭টার সময় টস অবধি করা যায়নি। একটানা বিক্ষিপ্ত বৃষ্টির পর রাত প্রায় ১০.০৭ মিনিট নাগাদ এক দফায় বৃষ্টি বন্ধ হয়। তবে সঙ্গে সঙ্গে মাঠে নামার ঝুঁকি না নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করে যাওয়ার সিদ্ধান্ত নেন আম্পেয়াররা। এরপর রাত প্রায় ১০.২৫ নাগাদ মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ গরমের ছুটি শেষ! কবে খুলছে স্কুল-কলেজ? চলে এল শিক্ষা দফতরের নয়া আপডেট
ঠিক হয়, সাত ওভারের ম্যাচ খেলানো হবে। দুই ক্যাপ্টেনও মরিয়া ছিলেন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। তবে বিধাতা বোধহয় অন্যকিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। ক্রিকেটাররা জার্সি পরে মাঠে নামছিলেন আর তখনই ফের এক দফায় শুরু হয় বৃষ্টি। এরপর আর কী? অপেক্ষা করেও আর মাঠে নামা যায়নি। ফলস্বরূপ ২০ পয়েন্ট নিয়ে কেকেআর রইল শীর্ষস্থানে। যেখানে রাজস্থানের দখলে রইল ১৭।