মোহনবাগানকে খেতাব জেতানো প্লেয়ার ইস্টবেঙ্গলে! কে সে? জোর জল্পনা ময়দানে

Published on:

mohun bagan team

ইন্ডিয়া হুড ডেস্কঃ শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আর তাঁর আগে ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান, মহামেডান সবাই নিজেদের দল গুছিয়ে নিতে ব্যস্ত। কিন্তু ডুরান্ড কাপের আগে চরম দলবদলের খেলাও দেখা যাচ্ছে ময়দানে। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই প্রতিপক্ষই নিজেদের শক্তিশালী করতে একের পর এক বিধ্বংসী প্লেয়ারদের অন্য দল থেকে টেনে নিয়ে আসছে। আর এই দলবদলের খেলায় এবার যোগ হল আরেকটি নাম।

এবার শোনা যাচ্ছে যে, মোহনবাগানকে লিগ শিল্ড জেতানো প্লেয়ার নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করতে পারেন। কে সেই প্লেয়ার? প্রাপ্ত খবর অনুযায়ী, তিনি হলে মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইউস্তে। জানা যাচ্ছে যে, এই স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। ISL-এ মোহনবাগানের লিগ শিল্ড জয়ী দলের সদস্য ছিলেন হেক্টর।

WhatsApp Community Join Now

হেক্টর ইউস্তের ক্লাব সফর

৩৬ বছর বয়সী স্পেনীয় ডেফিন্ডার হেক্টর নিজের দেশের ক্লাবের হয়ে বেশি খেলেছেন। শুধু স্টপারই নয়, ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় তাঁর জুড়ি মেলা ভার। স্পেনের সাইপ্রাস, মায়োর্কা, গ্রানাডা এফসি, কাদিস ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে হেক্টরের। এছাড়াও কোপা ডেল রে এবং ইউরোপিয়ান মঞ্চেও খেলেছেন হেক্টর।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল, মোহনবাগান ডুরান্ড কাপে কোন ক্লাবকে কয়টি টিকিট? জানালেন অরূপ বিশ্বাস

মোহনবাগানের হয়েও ট্র্যাক রেকর্ড ভালো হেক্টরের। তবে বর্তমানে ৩৬ বছর বয়স হয়েছে তাঁর, আর সেটাই এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইস্টবেঙ্গলের সবথেকে বড় চিন্তা হল তাঁদের একাধিক প্লেয়ার চোটগ্রস্ত। এমনকি অধিনায়কও আঘাত পেয়ে বর্তমানে বিশ্রামে আছেন। তাই হেক্টরকে নেওয়া হলে তিনিও যদি চোট পান, তালে গোঁদের উপর বিষফোঁড়ার মতো অবস্থা হবে লাল হলুদ শিবিরের।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন