রোহিত শর্মার কাছের, গৌতম গম্ভীরের সঙ্গে টিম ইন্ডিয়ায় কোচ হিসেবে যুক্ত হচ্ছেন ইনিও! নাম জানেন?

Published on:

gambhir-rohit

ইন্ডিয়া হুড ডেস্কঃ T20 বিশ্বকাপের আগে থেকেই টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের কার্যকাল শেষ হওয়া এবং ভারতীয় দলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে নানান আলোচনা চলছিল। আর এবার বিশ্বকাপ শেষে গৌতম গম্ভীরকে রোহিত শর্মাদের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিসিসিআই-র তরফে ৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে গম্ভীরের নাম ঘোষণা করা হয়।

হেড কোচ বদলানোর পর এবার টিম ইন্ডিয়ার বোলিং কোচ বিক্রম রাঠৌড় সহ ফিল্ডিং কোচ দিলীপেরও চাকরি যাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে, গৌতম গম্ভীর নিজের পছন্দের একজনকে এই পদে নিযুক্ত করতে চাইছেন। অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে শীঘ্রই দেখা যেতে পারে বলে খবর।

WhatsApp Community Join Now

KKR-র সঙ্গে যুক্ত অভিষেক নায়ার

বলে দিই, অভিষেক নায়ার IPL-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন। ৪০ বছর বয়সী অভিষেক টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। KKR-এ একসঙ্গে থাকাকালীন নায়ার ও গম্ভীরের মধ্যে বেশ ভালো সম্পর্কও হয়ে ওঠে। এই কারণে অনেকেই নায়ারকে গম্ভীর ঘনিষ্ঠও বলে থাকেন। এখন নায়ার টিম ইন্ডিয়ায় সহকারী কোচ হিসেবে যুক্ত হতে পারেন।

আরও পড়ুনঃ গরমের ছুটি শেষ হতেই কড়া ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকারের কঠোর পদক্ষেপে মাথায় বাজ শিক্ষকদের

এদিকে ফিল্ডিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যুক্ত হতে পারেন জনটি রোডস। বাকি রইল বোলিং কোচ। সেখানেও কয়েকজনার নাম উঠে আসছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলার বিনয় কুমার, লক্ষ্মীপতি বালাজি অথবা জাহির খান ভারতীয় দলের নতুন বোলিং কোচ হতে পারেন। যদিও বিসিসিআই চাইছে কোনও হাই প্রোফাইল বোলার এই ভূমিকা পালন করুক। অন্যদিকে, অভিষেক নায়ার শুধু গম্ভীরই নন, রোহিত শর্মারও খুব কাছের বলে জনশ্রুতি আছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন