ইন্ডিয়া হুড ডেস্কঃ দু’বার প্লেয়ার হিসেবে এবং একবার মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি এনে দিয়েছেন গৌতম গম্ভীর। এবার তিনি ভারতীয় দলের কোচ। তাই বর্তমানে তাঁর জায়গায় নতুন কাকে বসানো হবে, এই নিয়ে বিস্তর আলোচনা চলছে KKR দলে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় কলকাতা নাইট রাইডার্সের কোচ হতে পারেন। বলে দিই, রাহুল দ্রাবিড়ের আমলেই ভারতীয় দল ১৩ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়ী হয়েছে। তবে, এখন শোনা যাচ্ছে যে, রাহুল দ্রাবিড় KKR-র কোচ হচ্ছেন না। তবে তিনি আরেক IPL জয়ী টিমের দায়িত্ব নিতে পারেন বলে খবর।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ৫১ বছর বয়সী রাহুল দ্রাবিড় আরেকবার ফের রাজস্থান রয়্যালস দলের সাথে যুক্ত হতে পারেন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস আর রাহুল দ্রাবিড়ের মধ্যে কথাবার্তা চলছে। বলে দিই, দ্রাবিড় আর RR-র দীর্ঘদিনের পুরনো সম্পর্ক রয়েছে। একসময় রাহুল দ্রাবিড় প্রথমবার IPL-র ট্রফি বিজয়ী দলের অধিনায়ক ছিলেন। ওনার অধিনায়কত্বে RR ২০১৩-২০১৫ সাল অবধি ট্রফি না পেলেও গুরুত্বপূর্ণ স্থানে ছিল।
রজস্থান রয়্যালসের কোচ হবেন রাহুল দ্রাবিড়?
যদিও, এখনও এটা স্পষ্ট নয় যে রাহুল দ্রাবিড় আদৌ রাজস্থান দলের সঙ্গে যুক্ত হচ্ছে। বর্তমানে রাজস্থান দলের কোচের ভূমিকা পালন করছেন আরেক কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা। তিনি ২০২১ থেকে দলের সঙ্গে যুক্ত। রাহুল দ্রাবিড়কে দলের কোচ করা হলে, সাঙ্গাকারাকে রাজস্থান আর রাখবে না। যদিও, সাঙ্গাকারার আমলেও খুব একটা সুবিধে করতে পারেনি রাজস্থান দল।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী কে? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন কোচ কুয়াদ্রাত
বলে দিই, রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার কোচ থাকাকালীন ভারতীয় দল ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। যদিও, ভারতে অনুষ্ঠিত সেই ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে। এরপর রাহুল দ্রাবিড়ের আমলেই ভারতীয় দলে বিদেশের মাটিতে T20 বিশ্বকাপ জয় করে। আর রাহুল দ্রাবিড় আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি টি২০ বিশ্বকাপের পর আর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে থাকবেন না। এরপরই বিসিসিআইয়ের তরফে কোচ খোঁজা শুরু হয়। এবং শেষমেস টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের কাঁধে দায়িত্ব যায়।