ইন্ডিয়া হুড ডেস্কঃ শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ২৯ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। ১৮ আগস্ট রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। তাঁর আগে চরম সমস্যায় ইস্টবেঙ্গল। না, এবার মোহনবাগানকে নিয়ে নয়, এবার চোট সমস্যায় জর্জরিত লাল-হলুদ শিবির। এমনকি এই নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। এর আগে কল্কটা ফুটবল লিগে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেদিন ২-১ গোলে জয় পায় মশালবাহিনী। কিন্তু বর্তমানে চোট সমস্যাই সবথেকে বেশি ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে।
জানা গিয়েছে যে, অনুশীলনে নেমে ইস্টবেঙ্গলের সাইডব্যাক নিশু কুমার কুঁচকিতে চোট পান। প্রাপ্ত খবর অনুযায়ী, নিশু কুমারের পেশি ছিঁড়ে গিয়েছে। ডার্বি তো দূর, দুই মাস তাঁকে মাঠে পাওয়া যাবে না। নিশু কুমারের অভাব দূর করতে ইস্টবেঙ্গল নতুন সাইড ব্যাককে দলে নেওয়ার চেষ্টায় জুটেছে। শুধু নিশুই নয়, আঘাতপ্রাপ্ত দলের অধিনায়ক ক্লেইনন সিলভাও। কোমরে চোট লেগেছে ক্যাপ্টেনের। যার কারণে কিছুদিন ধরে অনুশীলনেও আসছেন না তিনি।
সিলভাকে পাওয়া যাবে প্রথম ম্যাচে?
২৯ তারিখ বিমানবাহিনী বিরুদ্ধে প্রথম ম্যাচে পাওয়া যাবে অধিনায়ককে? সিলভা জানান, ‘দ্রুত ফিট হওয়ার চেষ্টায় আছি। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে আমি ছাড়াও আমাদের দল অনেক শক্তিশালী।’ সিলভা ছাড়াও চোটগ্রস্ত লাল-হলুদ শিবিরের আরেক ভরসা সল ক্রেসপো। গতকাল তাঁকে অনুশীলনেও দেখা যায়নি। যদিও ক্রেসপো এবং কোচ দুজনাই জানিয়েছেন যে, এই চোট গুরুতর নয়। এছাড়াও চোটগ্রস্ত পিভি বিষ্ণু। ওদিকে রিহ্যাবে আছেন প্রভাত লাকড়া।
আরও পড়ুনঃ ভারতে প্রথম, রেশন কার্ডের সবথেকে বড় সমস্যা দূর করল রাজ্য সরকার! উপকৃত হবেন আপনিও
তালিকা এখানেই শেষ নয়। গতকাল নন্দকুমার আর্মির সঙ্গে প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন। জানা গিয়েছে যে, তাঁর গোড়ালি ঘুরে গিয়েছে। এছাড়াও একই ম্যাচে আঘাত পান হিজাজিও। সংঘর্ষে তাঁর দাঁত ভেঙে গিয়েছে বলে খবর। কোচ কুয়াদ্রাত জানিয়েছেন যে, ‘ক্রেসপোর সমস্যা হবে না। সিলভা ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছে। এখনও অনেক সময় রয়েছে। আমি এসব নিয়ে ভাবতে রাজি নই।’