দ্রাবিড়ই থাকছেন টিম ইন্ডিয়ার কোচ? BCCI কে পরিস্কার জানিয়ে দিলেন মিঃ ডিপেন্ডেবল

Published on:

rahul-dravid-bcci

ইন্ডিয়া হুড ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের কে কোচ হবেন তাই নিয়ে নানান স্থানে নানান আলোচনা চলছে। নতুন কোচ আসছেন নাকি পুনরায় রাহুল দ্রাবিড়কেই রাখা হচ্ছে তাই নিয়ে যত আলোচনা শুরু হয়। কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান করলেন রাহুল দ্রাবিড়। জানিয়ে দিলেন যে, তিনি আর পদ আঁকড়ে বসে থাকছেন না। অর্থাৎ T20 বিশ্বকাপ ২০২৪ ভারতীয় দলের কোচ হিসেবে তার শেষ টুর্নামেন্ট।

এর আগে গত ওয়ান ডে বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ই কোচের ভূমিকায় পালন করেন। বোর্ডের অনুরোধ রেখে দ্বিতীয়বারের জন্য কোচের চেয়ারে বসেছিলেন তিনি। এবার তার দ্বিতীয় দফা শেষ হতেই জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। দ্রাবিড় বলেই দিলেন, তিনি আর নতুন করে ভারতীয় দলের কোচের পদে আসতে চান না। জুন মাস অবধি চুক্তি রয়েছে, তাই T20 বিশ্বকাপ শেষ হলেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব ছাড়বেন দ্রাবিড়।

WhatsApp Community Join Now

বিসিসিআই অবশ্য ইতিমধ্যেই কোচ খোঁজ শুরু করেছে। গত ২৭ মে ছিল কোচের পদে আবেদনের শেষ তারিখ। কারা সেখানে আবেদন করেছেন তাই নিয়ে এখনই কোনো তথ্য সামনে আসেনি। তবে এক্ষেত্রে গম্ভীরকে দেখতে চাইছেন বহু মানুষ। দ্রাবিড় থাকতে চাইলে সেক্ষেত্রে আলাদা বিষয় ছিল। কিন্তু দ্রাবিড় নিজেই জানিয়ে দিয়েছেন যে, তিনি নেই লড়াইতে। এবারের T20 বিশ্বকাপ শেষ হলেই রাহুল দ্রাবিড় কোচের পদ ছাড়ছেন।

আরও পড়ুনঃ জামাই ষষ্ঠীতে পাতে পড়বে না ইলিশ? রুপোলী শস্য নিয়ে চলে এল বড় আপডেট

এক আলোচনায় দ্রাবিড় স্বীকার করেন যে, তার অধীনে T20 বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট। তিনি বলেন, তার যা সূচি রয়েছে এবং বর্তমানে তিনি যে পর্যায়ে রয়েছেন সেখানে সমস্ত দিক খতিয়ে দেখলে তার মনে হয়না তিনি আর আবেদন করতে পারবেন। তাই এটাই তার কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট। উল্লেখ্য, ভারতীয় দলকে কোচিং করাতে যে তার ভালো লাগে এবং তিনি সেটা বেশ উপভোগ করেছেন সেকথাও স্বীকার করেন রাহুল দ্রাবিড়। এখন দেখার রাহুলের জায়গায় ভারতীয় দলের নতুন কোচ কে হতে পারেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন