মাত্র ৫৫ লাখ! IPL-এ KKR থেকে পাওয়া বেতন নিয়ে প্রথমবার মুখ খুললেন রিঙ্কু সিং

Published on:

rinku singh kkr

লখনউঃ আন্তর্জাতিক মঞ্চে ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করছেন প্রতি বছর। আর তরুণদের এই মঞ্চ তৈরি করে দিয়েছে IPL। বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্টে খেলে অনেকেই লাইম লাইটে এসেছেন। আর তাঁদের মধ্যে রিঙ্কু সিং হলেন অন্যতম। কলকাতা নাইট রাইডার্স দলের একজন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত তিনি। বেগুনি জার্সি গায়ে ঝোড়ো ব্যাটিং করে সবার নজর এসেছিলেন তিনি। বলা যায়, IPL থেকে উঠে এসে যেসব প্রতিভা দেশের ক্রিকেটকে গর্বিত করেছে, তাঁদের মধ্যে রিঙ্কু অন্যতম।

রিঙ্কু সিং KKR-এর হয়ে দারুণ পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে ২০২৩ সালের IPL মরশুমে তিনি একা হাতে একটি হারতে বসা ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিলেন। যদিও এই বাঁ-হাতি ব্যাটসম্যান অনেক ম্যাচেই দলকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে সেই ম্যাচটি তাঁর ভক্তরা কখনোই ভুলতে পারবেন না, যা ম্যাচের শেষ ওভারে ৫ বলে ৫টি ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। কিন্তু এত কিছুর পরেও মরশুম পিছু রিঙ্কু মাইনে পান মাত্র ৫৫ লক্ষ টাকা। এবছর অনেক ক্রিকেট সমর্থক ও বিশ্লেষক রিঙ্কুর পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দেন। কিন্তু এখনো তেমন কোনো ঘোষণা আসেনি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।

WhatsApp Community Join Now

KKR থেকে পাওয়া বেতন নিয়ে মুখ খুললেন রিঙ্কু

সম্প্রতি, নিজের IPL পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন রিঙ্কু। আইপিএল ২০২৩ মরশুমে তিনি KKR ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য মাত্র ৫৫ লাখ টাকা মাইনে পেয়েছিলেন। অনেকের মতে এই মাইনে তাঁর যোগ্যতার তুলনায় অনেক কম। কারণ KKR দলের ফিনিশার হিসেবে রিঙ্কু প্রায় ম্যাচেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ধারাবাহিকভাবে তিনি রান করেন। তবে এতকিছু করেও এবং এত কম বেতন পেয়েও KKR-এর প্রতি অভিমানী হতে চান না রিঙ্কু সিং। কারণ তিনি মনে করেন যে এই বেতন তাঁর জন্য যথেষ্ট। এক সাক্ষাৎকারে এই বিষয়ে রিঙ্কু বলেন যে, “KKR-এ আমি যে ৫৫ লক্ষ টাকা পেয়েছি, তাতে আমি খুশি। এটাও অনেক টাকা।”

শুধুমাত্র টাকার জন্য ক্রিকেট খেলেন না রিঙ্কু

KKR থেকে পাওয়া বেতন নিয়ে বিতর্কের এই বিষয়টিকে রিঙ্কু সিং নিজে এই যথেষ্ট সহজভাবে নিয়েছেন। তিনি বলেন যে, তার জন্য টাকার পরিমাণ মুখ্য বিষয় নয়, বরং তাঁর দলের প্রতি অনুগত থাকা এবং মাঠে নিজের সেরাটা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিঙ্কু আরও উল্লেখ করেছেন যে, তিনি বিশ্বাস করেন সুযোগ ও সময়মতো তার পারফরম্যান্স অনুযায়ী পুরস্কার পাবেন। কারণ রিঙ্কু সবসময় তার খেলার প্রতি একাগ্রতা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী।

লড়াই করে কেরিয়ার গড়েছেন রিঙ্কু সিং

রিঙ্কু সিংয়ের প্রারম্ভিক জীবনে করা লড়াইয়ের গল্পটা কমবেশি সকলেরই জানা। আলীগড়ের রাজপুত্র হিসেবে যিনি আজ বিশ্ববিখ্যাত ফিনিশার হয়ে উঠেছেন, তিনি একদিন টালির চালের ঘরে শুয়ে স্বপ্ন দেখেছিলেন দেশের হয়ে খেলার। আজ রিঙ্কুর সেই স্বপ্নপূরন হয়েছে। জাতীয় টি২০ দলের নিয়মিত সদস্য তিনি। তবে এই স্থানটা পাওয়ার জন্য জীবনে অনেক লড়াই লড়তে হয়েছে তাঁকে, পোড়াতে হয়েছে অনেক কাঠ-খড়।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন