গৌতম গম্ভীরের এক চালে বাজিমাত! সুনীল নরেনের বিকল্প পেয়ে গেল টিম ইন্ডিয়া

Published on:

sunil narine gautam gambhir

মুম্বইঃ গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, তখন দলে বড় বড় পরিবর্তন ঘটিয়েছিলেন। সবকটি পরিবর্তন সফল না হলেও, সবথেকে বেশি সফল হয়েছিল যেই পরিবর্তন, সেটি হল বোলার সুনীল নরেনকে ওপেনিংয়ে পাঠানো। এখন ভারতীয় দলের হেড কোচ হয়েছেন গম্ভীর। আর দায়িত্ব নিয়েই তিনি টিম ইন্ডিয়াতেও অনেক পরিবর্তন ঘটাতে চাইছেন। সেই পরিবর্তনগুলোর মধ্যে একটি হল, ব্যাটসম্যানদের দিয়ে বোলিং করানো।

সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে রিঙ্কু সিং, সূর্যকুমার যাদবকে বল করতে দেখেছে সবাই। আর এবার দলে আরও ব্যাটসম্যানকে এই ভূমিকায় দেখতে চাইছেন গম্ভীর। সেই কারণে এখন টিম ইন্ডিয়ার নামজাদা ব্যাটাররাও বোলারের ভূমিকা পালন করতে ব্যস্ত। কিছুদিন আগে বুচি বাবু টুর্নামেন্টে আমরা উইকেট রক্ষক ঋষভ পন্থকে বোলিং করতে দেখেছিলাম। এরপর ঈশান কিষাণকেও বোলিং করতে দেখা যায়। আর এবার বোলারের ভূমিকায় দেখা গেল আরেক প্লেয়ারকে।

WhatsApp Community Join Now

এবার বোলিং করতে দেখা গেল গম্ভীরের পছন্দের প্লেয়ার শ্রেয়স আইয়ারকে। শুধু বোলিংই নয়, একেবারে সুনীল নরেনের মতো অ্যাকশন নিয়ে বোলিং। বুচি বাবুর টুর্নামেন্ট থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর সবার মাথায় হাত পড়ে গিয়েছে।

বুচি বাবু টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলছেন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৭ আগস্ট একটি ম্যাচে তাকে সুনীল নরেনের অ্যাকশনে বোলিং করতে দেখা যায়। আইয়ারের বল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই তা নিয়ে অনেক কথা বলেন। একজন লেখেন, ‘আমাদের কাছে সুনীল নরেন নেই তো কী হয়েছে? আমরা শ্রেয়স আইয়ারকে দিয়ে কাজ চালিয়ে নেবন।’ আরেকজন লেখেন, ‘আশা করছি শ্রেয়স আইয়ার শীঘ্রই নরেনের মতো ব্যাটিং করাও শুরু করবেন।’

বলে দিই, ভারতীয় দল বর্তমানে ছুটিতে আছে। টিম ইন্ডিয়ার সব প্লেয়ার, কয়েকজন বাদ দিয়ে এখন ঘরোয়া টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। তাঁদের মধ্যে শ্রেয়স আইয়ারও একজন। কিছুদিন পর আইয়ারকে দলীপ ট্রফিতেও দেখা যাবে। আইয়ার শ্রীলঙ্কা সিরিজে টিম ইন্ডিয়া সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি জ্বলে উঠতে পারেননি। তিনটি ওয়ানডে ম্যাচে মাত্র ৩৮ রানই এসেছিল আইয়ারের ব্যাট থেকে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন