এই বাঘা বাঘা দলগুলির সাথে হবে খেলা! T20 বিশ্বকাপের সুপার এইটে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার

Published on:

t20-world-cup

ইন্ডিয়া হুড ডেস্কঃ সামনেই T20 বিশ্বকাপ। আগামী ৫ জুন থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে। এবার T20 বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া ভারতের সামনে বাকি সমস্ত দলই বেশ দুর্বল। ভারতীয় দল রয়েছে গ্রুপ-এ তে। সেখানে ভারত এবং পাকিস্তান ছাড়া খেলবে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। তাই সুপার ৮ এর যোগ্যতা অর্জনে কোনও সমস্যা হবে না। আসল ম্যাচ শুরু হবে গ্রুপ পর্ব পেরোনোর পর।

গ্রুপ পর্ব পেরোনোর পর ভারতীয় দলকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সুপার ৮ এর যোগ্যতা অর্জনের পর টিম ইন্ডিয়াকে বড় দলের সাথে ম্যাচ খেলতে হবে। সুপার ৮ এ ভারতের সামনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড/ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার মতো দল। সুপার ৮ এর সমস্ত দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে, এরপর তারা সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে।

WhatsApp Community Join Now

৩ টি ম্যাচের মধ্যে দুটিতে বড় ব্যবধানে জিতলে তবেই মিলবে সেমিফাইনালের টিকিট। ICC T20 বিশ্বকাপের সূচি অনুয়ায়ী, গ্রুপ-এ দলের এক নম্বর দল সুপার ৮ খেলবে গ্রুপ সির এক নম্বর দলের সাথে। গ্রুপ সির এক নম্বর দল হতে পারে নিউজিল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজ। ২০ জুন এই খেলা হতে পারে। এরপর ২২ জুন দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে ভারত। ২৪ তারিখ খেলা হতে পারে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার সাথে।

আরও পড়ুনঃ DA আন্দোলনকারীদের পক্ষে বিরাট রায় হাইকোর্টের, খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে

উল্লেখ্য যে, ২০০৭ সালে T20 বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে আজ অবধি খালি হাতেই ফিরতে হয়েছে। গতবার রোহিত শর্মার নেতৃত্বে দল সেমিফাইনালে উঠলেও তারপর হেরে যায়। ইংল্যান্ডের সামনে পরাজয় ঘটে ভারতের। এবার খেতাব জয়ের মরিয়া চেষ্টা করবে ভারত। কারণ হতে পারে এটাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ T20 আন্তর্জাতিক ক্রিকেটে টুর্নামেন্ট।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন