ঋত্বিক পাত্রঃ রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দারুণ খেলছে। T20 বিশ্বকাপে এখনও অবধি কোনো ম্যাচ হারেনি ভারত। সুপার আটের লড়াইতেও টানা ২ ম্যাচ জিতে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিৎ করেছে। প্রথমে আফগানিস্তান এবং তারপর বাংলাদেশ, লাগাতার দুই ম্যাচে জয়ী ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে ২৪ জুন। এদিন খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এই ম্যাচ জিততেই হবে ভারতকে।
সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিৎ করে ফেললেও অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ভারতীয় দলের জন্য ভারী গুরুত্বপূর্ন। এই ম্যাচ জিতলে সহজ হয়ে যাবে ফাইনালে ওঠার অঙ্ক। এখন আপনারা ভাবতেই পারেন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জেতার সাথে ফাইনালের কি সম্পর্ক। আসলে এই ম্যাচ জিতলে ভারত সুপার আটে গ্রুপের শীর্ষে থাকবে। সেখান থেকে লীগ টপার হিসেবেই সেমিফাইনালে পৌঁছাবে ভারতীয় দল।
আগামী ২৭ জুন গুয়ানাতে সেমিফাইনাল ম্যাচের আয়োজন হবে। সেখানে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমন অবস্থায় বৃষ্টিতে ভেস্তে যেতে পারে সেমিফাইনাল খেলা। সেক্ষেত্রে সুবিধা পাবে ভারতীয় দল। এক্ষেত্রে গ্রুপ পর্বে শীর্ষে থাকার কারণে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে রোহিতরা। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে হবে।
বৃষ্টি না থামলে স্বাভাবিক কারণেই ম্যাচ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে সুবিধা পাবে গ্রুপ লীগের শীর্ষে থাকা দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে এক্ষেত্রে এককদম এগিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। উল্লেখ্য ভারত সেমিফাইনালে যদি গ্রুপের শীর্ষে থেকে পৌঁছায় সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানের দল। তাই স্বাভাবিক নিয়মে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠে যাবে ভারত।
একনজরে ভারত-অস্ট্রেলিয়া স্কোয়াড
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ DA-র পর আরেকটি উপহার! কর্মীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার, হবে বিরাট লাভ
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা .