সামনেই T20 বিশ্বকাপ। আর সেখানে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সোমবার। সেখানে নীল তো বটেই, রয়েছে গেরুয়া, সবুজ এবং সাদা রং। এছাড়া জার্সির ওপর দেখতে পাওয়া যাচ্ছে একটি তারা। জার্সির ছবি সোশ্যাল মিডিয়াতে সামনে আসতেই নানান প্রতিক্রিয়া সামনে এসেছে। প্রশ্ন উঠছে জার্সির গায়ে কেবল একটিই তারা কেন?
টিম ইন্ডিয়ার জার্সিতে ওই একটি তারার মানে কী?
এখানে জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার জার্সিতে তারা দেওয়ার অর্থ ট্রফি জয়ের প্রতীক। ভারতীয় দল এখনো অবধি একবারই T20 বিশ্বকাপ জিতেছে। এজন্য ভারতীয় দলের জার্সিতে একটি তারা দেওয়া হয়েছে। গত ২০০৭ সালে প্রথম T20 ফর্ম্যাটের বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই কারণেই জার্সিতে থাকছে একটি তারা।
ওডিআই বিশ্বকাপ খেলতে গেলে টিম ইন্ডিয়ার জার্সিতে দুটি তারা বসানো থাকবে। কারণ ভারতীয় দল গত ১৯৮৩ এবং ২০১১, এই দুইবার ODI বিশ্বকাপ জিতেছে। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে তিন তারা দেওয়া হয় কেন? আসলে টিম ইন্ডিয়ার জার্সিতে তখনই তিন তারা বসানো হয় যখন ভারতীয় ফল বিশ্বকাপ ছাড়া অন্য কোনও জায়গাতে সীমিত ওভারের সিরিজ খেলতে যায়।
আর পড়ুনঃ ৪% DA অতীত, কপাল খুলল সরকারি কর্মীদের! আচমকাই বাড়ানো হল আর দুটো ভাতা
আন্তর্জাতিক T20 অথবা ODI ম্যাচ খেলার সময় তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তিনতারা। তবে এই নতুন জার্সি অস্ট্রেলিয়াতে আয়োজিত সর্বশেষ T20 বিশ্বকাপের কিট থেকে একেবারেই ভিন্ন। এর আগে ভারতীয় দলের জার্সি কেবল নীল রঙের ছিল। সেখানে মাঝখানে কমলা রঙে লেখা থাকত ভারত। আর নতুন জার্সিতে তিনটি রঙের ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সফর শুরু করবে ভারতীয় দল।