ইন্ডিয়া হুড ডেস্কঃ 5G পরিষেবা শুরু হয়েছে বহুদিন আগের কথা। এতদিন বিনামুল্যে সেই পরিষেবা ব্যবহার করা যেত। কিন্তু সেই সুখ এবার শেষ হতে চলেছে। এবার কিন্তু টাকা খরচ করেই 5G পরিষেবা ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। 5G আসার সময় Jio এবং Airtel উভয় কোম্পানিই বিনামূল্যে ডেটা পরিষেবা দেয়। এখনো অবধি তেমনই চলেছে। কিন্তু আর বেশিদিন পাওয়া যাবেনা এমন সুযোগ।
বর্তমান সময়ে Jio এবং Airtel তাদের বহু রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দিচ্ছে। 4G প্ল্যান কিনলেই ফ্রিতে 5G ব্যবহার করা যাচ্ছে। কিন্তু এবার সেখানে পরিবর্তন আসতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ২০২৫ সালে 5G প্ল্যানের ঘোষণা করতে পারে সংস্থাগুলো। এবার অনেকের মনেই কৌতূহল জেগেছে 5G প্ল্যানের দাম 4G এর থেকে কতটা বেশী হবে।
যদিও এখনো কিছুই নিশ্চিৎ করে বলা যাচ্ছেনা। এদিকে খবর আসে যে, ভোটের পরপরই মোবাইল খরচ বাড়তে পারে। জিও, এয়ারটেল এবং ভিআই তিন কোম্পানিই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। 5G রিচার্জ প্ল্যান সম্পর্কেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেখানেই খবর আসছে যে, প্রতি জিবি 5G ডেটার দাম 4G এর চেয়ে কম হবে। বর্তমানে ১ জিবি 4G ডেটা কিনতে খরচ হয় ৫ টাকা। 5G এর ক্ষেত্রে সেই অংক কমে দাঁড়াতে পারে ২ অথবা ৩ টাকাতে।
আরও পড়ুনঃ শুধু দুধ, LPG-ই নয়! জুনে দাম ওঠানামা করল আরও নিত্য প্রয়োজনীয় জিনিসেরও, দেখুন লিস্ট
যদিও এসবই এখন ধারণার পর্যায়ে রয়েছে। কারণ জিও অথবা এয়ারটেল, কোনো কোম্পানি এই বিষয়ে কিছুই জানায়নি। তবে শীঘ্রই দাম বাড়তে পারে 4G রিচার্জ প্ল্যানের। সাথে 5G রিচার্জ প্ল্যানও বাজারে আসতে পারে শীঘ্রই। বর্তমানে ১৭% হারে 5G ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আগামী সময়ে তা বেড়ে ২০ থেকে ২৫% এ যেতে পারে।