ইন্ডিয়া হুড ডেস্ক: আজকের যুগে দাঁড়িয়ে স্মার্টফোন ছাড়া বেঁচে থাকা খানিক দুঃস্বপ্ন বলা যেতে পারে। বিভিন্ন গুরত্বপূর্ণ কাজও আজকাল স্মার্টফোনের মাধ্যমেই করা যায়। তাইতো নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, সকলের হাতেই এখন একটা করে স্মার্টফোন থাকবেই থাকবে। তবে শুধু একটা নয়। কারোর হাতে আবার থাকে দুটো অথবা তিনটে ফোন। তার উপর এখন আবার ডুয়েল সিমের যুগ।
স্মার্টফোন গুলিতে এখন ডুয়েল সিমের স্লট দেওয়া থাকে। যার ফলে একই ফোনে দুটো সিম দিয়েই কাজ করা যাবে। কিন্তু সমস্যা ঠিক ওইখানেই। এইমুহুর্তে মূল্যবৃদ্ধির বাজারে ডুয়েল সিম ক্যারি করা বেশ চাপের হয়ে যাচ্ছে। কারণ দিন যত এগোচ্ছে ততই প্রতিটি টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান এর টাকার অঙ্কটা বাড়ছে। যার ফলে নিম্ন-মধ্যবিত্তদের পকেট খালি হচ্ছে।
রিচার্জ প্ল্যানে মূল্যবৃদ্ধির শঙ্কা!
সূত্রের খবর এর আগে অর্থাৎ ২০২১ সালে রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়েছিল দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলি। Vi থেকে শুরু করে Jio, Airtel অস্তিত্ব বজায় রাখতে বাজারের হালের সঙ্গে তাল মিলিয়ে বাড়িয়েছিল রিচার্জ প্ল্যানের মূল্য। খানিকটা নাকানি চুবানি খেতে হয়েছিল গ্রাহকদের। তারপরে অবশ্য সেই প্ল্যান মূল্য আর বাড়েনি। কিন্তু সম্প্রতি বিভিন্ন টেলিকম সংস্থার প্ল্যান মূল্যবৃদ্ধি সংক্রান্ত আশঙ্কা বাড়ছে গ্রাহকদের মনে।
কত টাকা বাড়বে রিচার্জ প্ল্যানে?
এদিকে 5G পরিষেবার জন্য খরচ করতে হবে বেশি টাকা। শোনা যাচ্ছে শীঘ্রই Jio এবং Airtel নিজেদের 5G রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করতে চলেছে। তাই সেক্ষেত্রে আগামীদিনে যেমন 5G প্ল্যানের মূল্য বাড়বে ঠিক তেমনি 4G প্ল্যানের মূল্য বাড়বে। বিশেষজ্ঞদের মতে এইমুহুর্তে Jio, Airtel, Vi সিম চালু রাখতে সর্বনিম্ন রিচার্জ করা হয় ১৫০ থেকে ১৫৫ টাকা। তবে তাঁদের ধারণা এই মূল্য আগামী দিনে ১৮০ থেকে ২০০ টাকা অবধি বাড়তে পারে। যা ডুয়েল সিম গ্রাহকদের কাছে অনেকটাই বেশি।