ইন্ডিয়া হুড ডেস্কঃ চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা BYD বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বৈশ্বিক বাজারে নিজেদের ছাপ ফেলেছে কোম্পানিটি। কম দামে অর্থাৎ স্বল্প মূল্যে দারুণ রেঞ্জের গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। সম্প্রতি এক ইভেন্টে নতুন BYD Qin L DM-i এবং Seal 06 DM-i গাড়ি নিয়ে এসেছে তারা। উল্লেখ্য, এই দুটি গাড়িই পেট্রোল হাইব্রিড সেডান। তাহলে চলুন নতুন দুটি গাড়ি কেমন তাই দেখা যাক।
BYD Qin L DM-i 5টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। গাড়িটির দাম রয়েছে 99,800 ইউয়ান থেকে 139,800 ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 11.50 লক্ষ টাকা থেকে 16.10 লক্ষ টাকা। Seal 06 DM-i এর দামও একই কিন্তু গাড়িটির ডিজাইন একটু আলাদা। দুটিই পেট্রোল হাইব্রিড সেডান। গাড়িতে 35 কিমি মাইলেজ পাওয়া যায় এবং একইসাথে সেটি ফুলচার্জে 2100 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।
ভ্যারিয়েন্ট এবং তাদের দাম :
DM-i Leading (80 কিমি)
দাম: 99,800 ইউয়ান
ভারতীয় মুদ্রায়: 11.50 লক্ষ টাকা
DM-i Transcendence (80 কিমি)
দাম: 1,09,800 ইউয়ান
ভারতীয় মুদ্রায়: 12.65 লক্ষ টাকা
DM-i Leading (120 কিমি)
দাম: 1,19,800 ইউয়ান
ভারতীয় মুদ্রায়: 13.80 লক্ষ টাকা
DM-i Transcendence (120 কিমি)
দাম: 1,29,800 ইউয়ান
ভারতীয় মুদ্রায়: 14.95 লক্ষ টাকা
DM-i Excellence (120 কিমি)
দাম: 1,39,800 ইউয়ান
ভারতীয় মুদ্রায়: 16.10 লক্ষ টাকা
আরও পড়ুনঃ তিন লাখের কমে Hyundai i20, মারুতি Alto-ও একদম জলের দামে! হাতছাড়া করবেন না সুযোগ
গাড়ি দুটিতে একই ইঞ্জিন রয়েছে। সেখানে থাকছে 1.5 লিটার পেট্রোল PHEV ইঞ্জিন। এই ইঞ্জিন 100 PS শক্তি এবং 126 Nm টর্ক জেনারেট করে। গাড়িটির ICE ইঞ্জিন যুক্ত রয়েছে 10.08 kWh ব্যাটারি প্যাকের সাথে। এর ফলে সেটি 163 PS শক্তি সরবরাহ করবে। Qin L-এর মাইলেজ NEDC তে 35 Kmpl এবং CLTC তে 100 kmpl৷