গাড়িতে AC চালালে কিমিতে কত লিটার তেল পোড়ে? রইল সহজ হিসেব

Published on:

car-ac

ইন্ডিয়া হুড ডেস্কঃ কঠোর গ্রীষ্ম চলছে। আর এই গরমে গাড়ি চালানোই এক বড় সমস্যার। গরমে গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেকখানি বেড়ে যায়। তাই দীর্ঘপথ যাওযার সময় একেবারে কাহিল অবস্থা হয়ে যায় চালক এবং যাত্রীর। বেশ কিছুক্ষণ গাড়ির ভেতরে কাটানোর পরই অস্বস্তিকর হয়ে ওঠে ভেতরের পরিবেশ।

এই প্রখর গ্রীষ্মে গাড়ির মধ্যে থাকাটাই দুষ্কর হয়ে ওঠে। অনেকেই অসুস্থ হয়ে পড়েন, এমনকি হিট স্ট্রোকের কারণে মৃত্যু অবধি হতে পারে। এমতবস্থায় এয়ার কন্ডিশনার খুবই ভালো অপশন। দীর্ঘ যাত্রা হোক কি ছোটখাটো কোথাও যাওযার দরকার পড়ুক, গাড়িতে এয়ার কন্ডিশনার লাগানো থাকলে খুব একটা সমস্যা হয়না।

WhatsApp Community Join Now

AC চালালে তেল খরচ বেড়ে যায়?

গাড়িতে AC চালানো হলে অনেকেই আবার চোখ লাগিয়ে রাখেন ফুয়েল ইন্ডিকেটরের দিকে। অনেকের বিশ্বাস, গাড়িতে বেশ কিছুক্ষণ এয়ার কন্ডিশনার চললে তেল খরচ বেড়ে যায় অনেকখানি। সেজন্য ট্রাফিক বেশি থাকলে অনেকেই তাদের গাড়ির AC বন্ধ করে রাখার চেষ্টা করেন। গরম পড়লেও খরচ বাঁচাতে এই উপায় অবলম্বন করেন তারা। কিন্তু এটা কি সত্যি যে, AC চললে গাড়ির তেল খরচ বেড়ে যায়?

প্রতি কিমিতে কত লিটার তেল খায় গাড়ির AC?

আপনাদের বলে রাখি যে, AC চালানো থাকলে গাড়ির ইঞ্জিনের ওপর চাপ পড়তে থাকে। আর গাড়ির ইঞ্জিন যত বেশি পরিমাণ শক্তি উৎপাদন করতে থাকবে ততই বেশি তেল খরচ হবে সেটির। উদাহরণ স্বরূপ, আপনি যদি ১ ঘণ্টা AC চালিয়ে রাখেন গণকে ৪ থেকে ১০% জ্বালানি খরচ বেড়ে যায়। অর্থাৎ প্রতি ১০০ কিমিতে ০.২ থেকে ১ লিটার অবধি বেশি জ্বালানি খরচ করে AC। তবে গাড়ির ইঞ্জিন এবং বিভিন্ন কোম্পানির ওপর নির্ভর করে তেল খরচের পরিমাণ বাড়ে অথবা কমে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন