স্মার্টফোন ছাড়া সহজেই হবে রেলের টিকিট বুক, মিলবে আসনও! নয়া ব্যবস্থা আম্বানির Jio-র

Updated on:

Jio Rail App

ইন্ডিয়া হুড ডেস্ক: এবার ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে! দারুণ উদ্যোগ নিল Jio! টেলিকম দুনিয়ায় প্রায় একচেটিয়া বাজার করে চলেছে মুকেশ আম্বানির Jio। পিছনে ফেলে রাখছে Airtel, Vi এবং BSNL কে। এমনকি নানা সেক্টরে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পরিষেবা এনেছে Jio। তবে সম্প্রতি রেল যাত্রীদের ট্রেনের কনফার্ম টিকিট কাটার জন্য এক দারুণ উদ্যোগ নিয়েছে Reliance Jio। যেখানে টিকিট বুকিংয়ের পাশাপাশি PNR স্টেটাস-সহ একাধিক সুবিধা পাবেন যাত্রীরা।

নতুন উদ্যোগ Jio-র

ট্রেনের টিকিট কাটতে বরাবর স্মার্টফোন নিয়ে বসতে হয় গ্রাহকদের। তবে আর চিন্তা নেই। এবার থেকে কিপ্যাড ফোনেও কাটা যাবে ট্রেনের টিকিট। দরকার পড়বে না স্মার্টফোনের। এমনই এক দারুণ উদ্যোগ নিল Jio সংস্থা। সহজেই ট্রেনের টিকিট বুক করার জন্য IRCTC-র সঙ্গে হাত মিলিয়ে Jio নিয়ে এসেছে Jio Rail App। যদিও এই অ্যাপ নতুন নয়, ২০১৯ সাল থেকে মুকেশ আম্বানির সংস্থা এই অ্যাপের মাধ্যমে রেল যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে। তবে শুধু Jio ফোন ব্যবহারকারীরাই Jio Rail App এর সুবিধা নিতে পারবেন।

WhatsApp Community Join Now

কীভাবে বুক করবেন ট্রেনের টিকিট?

  • প্রথমে Jio ফোনে Jio Rail App খুলতে হবে।
  • তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশন যেতে চান এবং কবে যেতে চান তা সিলেক্ট করতে হবে।
  • এবার আপনাকে ট্রেন এবং সিট বেছে নিতে হবে।
  • তারপর বাকি তথ্য দিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে।
  • এই অ্যাপে ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি তা বাতিলও করতে পারবেন। কারণ সেই অপশনও রয়েছে।
  • যারা Debit বা Credit কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে চান তাঁদের কাছেও সেই অপশন থাকবে।
  • ট্রেনের টিকিট বুকিং করার পর PNR নম্বর দিয়ে তার স্টেটাস অপশনে ক্লিক করলেই সব তথ্য চলে আসবে ব্যবহারকারীর মোবাইল ফোনে।

আরও পড়ুনঃ সরকারি চাকরিজীবী হলেই কেল্লাফতে, আর আসবে না বিদ্যুতের বিল! বড় সুবিধা দিচ্ছে কেন্দ্র

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে গ্রাহকদের ট্রেনের টিকিট কনফার্ম এবং বুকিং করতে IRCTC-র সঙ্গে হাত মিলিয়েছিল আদানি গোষ্ঠী। চালু করা হয়েছিল ‘Adani One’ অ্যাপ। সেই অ্যাপে শুধু ট্রেন নয়, বাস, ফ্লাইট এমনকি সিনেমার টিকিটও বুক করা যাবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন