ইন্ডিয়া হুড ডেস্ক: 5G ইন্টারনেট এর যুগে নিজেকে প্রতিটা মুহূর্তে আপডেটেড রাখতে দুনিয়ার সমস্ত খবর নিজের মগজে বন্দি করতে হবে। আর তার জন্য লাগবে দ্রুত ইন্টারনেট পরিষেবা। যাতে ঘরে বসেই গোটা দুনিয়ার খবর রাখা যায়। এদিকে বেসরকারি তিন জনপ্রিয় টেলিকম সংস্থা ৩ জুলাই থেকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার পর বেজায় সমস্যায় ফেলেছে গ্রাহকদের। আর এই রিচার্জ প্ল্যান বৃদ্ধির মাঝেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL দারুণ ছক্কা হাতালো অসাধারণ রিচার্জ প্ল্যান এনে। কিন্তু এই আবহের মাঝেই তবুও অনেক গ্রাহক এই সিম কিনতে সংকোচ বোধ করে
BSNL গ্রাহকদের কাছে সবচেয়ে বড় যেই সমস্যা হয় সেটি হল ইন্টারনেট সমস্যা। ইন্টারনেট স্পিড এতটাই কম হয়ে যায় যে দরকারের সময় কোনো কাজে আসে না। তার উপর BSNL এখনো পর্যন্ত সব জায়গায় 4G পরিষেবা দেওয়া শুরু করেনি। তবে চিন্তা নেই। এখন BSNL গ্রাহকরাও দারুণ স্পিডে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে রায় আবার ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করেই। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়
সহজেই বাড়ান বিএসএনএলের নেট স্পিড
- ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য মোবাইলের সেটিংসের মধ্যে থাকা নেটওয়ার্ক সেটিংস অপশন বেছে নিতে হবে। এরপর সেখান থেকে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ নামে আরও একটি অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে 5G/4G/3G/2G (Auto) নামে যে অপশনটি দেখতে পাওয়া যাবে সেটি সিলেক্ট করে নিতে হবে।
- BSNL অথবা যেকোনো কোম্পানির সিম কার্ড থেকে ইন্টারনেট স্পিড ভালো পেতে হলে সেই সিমকে এক নম্বর স্লটে সবসময় রাখতে হবে। সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড বেশ ভালো পাওয়া যায়
- যখনই কোনো সময় ফোনের সিগন্যাল সমস্যা দুর্বল হতে দেখা যাবে তখন এরোপ্লেন মোড একবার অন করে কয়েক মিনিট পর অফ করে দিতে হবে। তাহলে পুরো ফোনের সিগন্যাল ও সেটিং নতুন করে রিস্টোর হয়ে যাবে। তাই সেক্ষেত্রে এরোপ্লেন মোড অন করে সমস্যার সমাধান করা যাবে।