নয়া দিল্লিঃ ভারতীয় নাগরিকদের মধ্যে দিন দিন UPI পেমেন্ট করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আজকাল শপিং মল থেকে শুরু করে ছোট্ট পানের দোকানেও UPI মাধ্যমে পেমেন্ট করা যায়। খুব সহজ উপায়ে ‘ক্যাশলেস’ পদ্ধতিতে টাকা লেনদেন করা যায় এই মাধ্যমে। আর এবার UPI ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুবিধা এসে গেল। এই সুবিধা দেশজুড়ে চালু হচ্ছে। আর এতে বিরাট সুবিধা পাবেন মানুষজন। তাহলে চলুন, এই নতুন সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
আসলে এবার থেকে UPI ব্যবহার করে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে। এই কাজটির জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না। এই সুবিধাটি ক্যাশ ডিপোজিট মেশিন বা CDM-এর মাধ্যমে পাওয়া যাবে। এই মেশিনে QR কোড স্ক্যান করে সহজেই টাকা জমা দেওয়া যাবে ব্যাঙ্ক আ্যকাউন্টে। জানা গেছে, এবার SBI, PNB, HDFC এবং Union Bank-এর মতো বড় ব্যাঙ্কগুলি এই সুবিধাটি চালু করতে চলেছে৷
নতুন পরিষেবায় যেসব সুবিধা পাওয়া যাবে
(১) এই নতুন পরিষেবা ব্যবহার করলে গ্রাহকদের সময় বাঁচবে এবং টাকা জমা করা খুব সহজ হয়ে যাবে।
(২) এই নতুন সুবিধার মাধ্যমে, UPI অ্যাপের সাহায্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে।
(৩) এই নতুন পরিষেবা গ্রাহকদের একটি আধুনিক এবং সুবিধাজনক ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করবে।
কিভাবে UPI এর মাধ্যমে টাকা জমা করবেন?
(১) এই কাজটি করার জন্য প্রথমেই একটি ক্যাশ ডিপোজিট মেশিনে যেতে হবে, যেখানে UPI ক্যাশ ডিপোজিট করা যাবে।
(২) এবার ওই ক্যাশ ডিপোজিট মেশিনে একটি QR কোড ভেসে উঠবে। এই কোডটি স্ক্যান করতে মোবাইলের UPI অ্যাপ খুলতে হবে।
(৩) এরপর UPI অ্যাপ থেকে QR কোড স্ক্যান স্ক্যান করতে হবে। এর পর, যে পরিমাণ অর্থ জমা করতে হবে সেটি অ্যাপে লিখতে হবে।
(৪) সব শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে এবং তারপর UPI পিন দিতে হবে। এইভাবে, গ্রাহকের টাকা সরাসরি নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
এইসব ব্যাঙ্কের গ্রাহকদের জন্য চালু হল পরিষেবা
জানা গেছে, দেশের কয়েকটি ব্যাঙ্কে এই পরিষেবা শুরু হচ্ছে শীঘ্রই। আপাতত SBI, PNB, HDFC এবং Union Bank মতো জনপ্রিয় ব্যাঙ্কগুলি এখন UPI-এর মাধ্যমে টাকা জমা দেওয়ার সুবিধা দিচ্ছে৷ টুই এইসব ব্যাঙ্কের গ্রাহকরা এখন এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে পরে অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের জন্য’ও এই পরিষেবা চালু হয়ে যেতে পারে।