১৪% বেশি মাইলেজ, আরও বেশি শক্তিশালী ইঞ্জিন! নয়া Swift লঞ্চ করল Maruti

Published on:

new-maruti-suzuki-swift1

ইন্ডিয়া হুড ডেস্কঃ সম্প্রতি Maruti Suzuki তাদের চতুর্থ প্রজন্মের নতুন সুইফ্ট লঞ্চ করেছে ভারতে। আর এই নতুন সুইফ্ট আগের থেকেও অনেক বেশি উন্নততর। গাড়িতে রয়েছে নতুন Z সিরিজের ইঞ্জিন যা ১৪% বেশি মাইলেজ দিতে সক্ষম। ভারতের বুকে গাড়িটি প্রথমবার লঞ্চ হয় সেই ২০০৫ সালে। তারপর থেকে গাড়িটির এখনো অবধি ৩ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। আজ এতদিন ধরে গাড়িটির জনপ্রিয়তা একটুও ক্ষুণ্ণ হয়নি।

সুইফ্ট গাড়িটি ভারতে এসেছে ১৯ বছর হয়ে গেল। কিন্তু আজও সমান জনপ্রিয় সেটি। উল্লেখ্য, নতুন Swift তৈরি করার জন্য মোট ১৪৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে জাপানি কোম্পানি। নতুন Swift গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬.৪৯ লক্ষ টাকা থেকে। নতুন Swift এর টপ মডেলের দাম পড়বে ৯.৬৪ লক্ষ টাকা (এক্স শোরুম)।

WhatsApp Community Join Now

৬টি ভ্যারিয়েন্টে কেনা যাবে নতুন Swift। এগুলো হলো LXi, VXi, VXi (O), ZXi, ZXi+ এবং ZXi+ ডুয়াল টোন। নতুন সুইফ্ট গাড়ির অভ্যন্তর একদম কালো রঙের সাথে আসে। সেখানে থাকছে একটি ৯ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জার এবং পুশ বাটন স্টার্ট/স্টপের মতো ফিচার। এছাড়া গাড়ির সিটগুলোও বেশ নতুন ডিজাইনের।

ইঞ্জিন কেমন?

নতুন মারুতি সুজুকি সুইফ্ট গড়িয়ে থাকছে সম্পূর্ন নতুন Z সিরিজের পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন মোট ৮২ hp শক্তি এবং ১১২ Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি তৈরী করা হয়েছে সমস্ত ড্রাইভিং কন্ডিশনে ভালো পারফর্ম করার। নতুন ইঞ্জিন আগের থেকে ১৪% বেশি মাইলেজও দিতে সক্ষম। ইঞ্জিনটি যুক্ত রয়েছে ৫ গতির ম্যানুয়াল এবং ৫ গতির AMT গিয়ারবক্সের সাথে।

মাইলেজ কত পাওয়া যাবে?

নতুন Swift গাড়িতে ম্যানুয়াল গিয়ারবক্স সমেত ২৪.৮kmpl এর মাইলেজ পাওয়া যায়। AMT ভার্সনের মাইলেজ দেওয়ার ক্ষমতা রয়েছে ২৫.৭৫ কিমি প্রতি লিটার। গাড়িতে নিরাপত্তার জন্য ৬টি এয়ারব্যাগ, ৩ পয়েন্ট সিট বেল্ট, হিল হোল্ড কন্ট্রোল, ESC, EBD সহ ABS এর মতো ফিচারস রয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন