ভারতে প্রতি বছরই দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। তাই এখন গাড়ি কেনার কথা ভাবলেই এই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উঠে আসে। তবে পেট্রোল ও ডিজেলের আগুন দাম থেকে বাঁচার একটা উপায় রয়েছে। সেটা হল ইলেকট্রিক গাড়ি বা EV। আজকাল ব্যাটারি চালিত বাইক থেকে স্কুটার, এমনকি চার চাকা গাড়িও বাজারে উপলব্ধ। আর এবার ভারতে লঞ্চ হয়ে গেল একটি প্রিমিয়াম সেগমেন্টের EV।
ভারতের বাজারে সম্প্রতি MG Motor লঞ্চ করেছে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি MG Windsor EV। এটি MG কোম্পানির তৃতীয় EV, যেটি ভারতে লঞ্চ হল। মূলত প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি তৈরি করে এই ভিনদেশী কোম্পানি। আর তাঁদের MG Windsor EV হল এটি একটি প্রিমিয়াম ইলেকট্রিক SUV যা স্টাইল, প্রযুক্তির দিকে ভারতের বাজারে উপলব্ধ সবকটি EV-কে টেক্কা দিতে সক্ষম। এখন এই গাড়ির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।
MG Windsor EV-র বাইরের লুক
গাড়িটি স্পোর্টি লুকে বাজারে লঞ্চ হয়েছে। সেই সঙ্গে SUV মডেল হওয়ার কারণে শক্তিশালী ও মজবুত এই গাড়ি। যদি আমরা গাড়ির ডাইমেনশনের কথা বলি, তাহলে গাড়িটির দৈর্ঘ্য ৪,৭৫০ মিমি, প্রস্থ ১,৯০০ মিমি এবং উচ্চতা ১,৭৫০ মিমি। এছাড়াও এই EV-র হুইলবেস ২,৮৫০ মিমি।
MG Windsor EV-র পারফরম্যান্স
এই আধুনিক EV-র মোটর পাওয়ার ১৫০ কিলোওয়াট, যেটি ২০০ হর্সপাওয়ারের সমান। সেই কারণে গাড়িটি ২০০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আর শক্তিশালী মোটর থাকার কারণে শূন্য থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে গাড়িটি সময় নেয় মাত্র ৭ সেকেন্ড।
MG Windsor EV-র ব্যাটারি ও রেঞ্জ
এই EV-র ব্যাটারি ক্যাপাসিটি বেশ ভালো। ৩৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে গাড়িটিতে। তাই এই ইলেকট্রিক ভেহিকেল একবার চার্জে ৩৩১ কিমি পর্যন্ত চলতে সক্ষম। ফাস্ট চার্জার দিয়ে গাড়িটির ব্যাটারি ০ থেকে ৮০% চার্জ করতে মাত্র ৪০ মিনিট সময় লাগে। যদিও, সাধারণ চার্জারে সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে।
MG Windsor EV-র টেকনোলজি ও কানেক্টিভিটি
গাড়িটিতে একটি দুর্দান্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। এটি অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। একইসঙ্গে এটি ভয়েস কন্ট্রোল ফিচার সাপোর্ট করে। এছাড়াও কানেক্টেড কার টেকনোলজির মাধ্যমে গাড়িটির সাথে MG-র নিজস্ব অ্যাপ সংযুক্ত করা যেতে পারে, যেখানে গাড়ির অবস্থান, ব্যাটারি অবস্থা এবং রিমোট স্টার্ট বা ক্লাইমেট কন্ট্রোলের মত ফিচার ব্যবহার করা যাবে।
MG Windsor EV-র অন্যান্য ফিচার্স
এই গাড়িটিতে এডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেম সহ অটোমেটিক ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, এডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং এবিএস টেকনোলোজি।
MG Windsor EV-এর দাম
ভারতে MG Windsor EV-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে। তবে বিভিন্ন শহরে ও রাজ্যে ভিন্ন ভিন্ন সরকারি ভর্তুকি বা ইনসেন্টিভের কারণে এই দামের কিছুটা পার্থক্য হতে পারে।