ইন্ডিয়া হুড ডেস্কঃ বর্তমানে সমস্ত কিছু ডিজিটাল হওয়াতে বেশ সুবিধা হয়েছে। টাকার লেনদেনের মস্ত বড় সমস্যা দূর হয়েছে। কিন্তু এই ডিজিটাল জগতে একটি ছোট ভুলেরও মস্ত বড় খেসারত দিতে হতে পারে আপনাকে। স্মার্টফোন এবং ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের বড় অংশ হয়ে উঠেছে। এমন অবস্থায় আপনার করা ভুলের কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর তাই নিয়ে সতর্কতা জারি করেছে RBI।
কেন্দ্রীয় ব্যাংক মানুষকে সতর্ক করেছে। প্রতারকরা নিত্য নতুন নতুন কৌশলে মানুষকে ঠকাচ্ছে। এমতাবস্থায় যে কেওই ভুল করতে পারেন, আর এর একটা বড় উপায় হলো অজানা লিঙ্কের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা। স্ক্যামাররা ফিশিং লিঙ্কের মাধ্যমে টার্গেট করে মানুষকে। সেখানে ভুল লিংকে ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য হাতিয়ে নেয় তারা।
কীভাবে মানুষকে ফাঁদে ফেলে বিভিন্ন স্ক্যামার?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তারা অজানা লিঙ্কে ক্লিক না করতে পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, এই লিঙ্ক আপনার কাছে বিভিন্ন উপায়ে পৌঁছাতে পারে। কোনো সময় এসএমএস তো কোনো সময় সাহায্য নেওয়া হয় ইমেলের। অজানা লিঙ্কে ক্লিক করলেই স্ক্যামাররা আপনার সমস্ত তথ্য চুরি করতে পারে।
আপনার কাছে যে লিঙ্ক যাবে সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিতে পারে স্ক্যামাররা। তবে শুধু ফিশিং লিঙ্কের মাধ্যমেই না, তার সাথে OTP, কাস্টমার কেয়ার, সেক্সটর্শন এবং অন্যান্য নানান পদ্ধতির মাধ্যমে প্রতারণা চলতে থাকে। এছাড়া বর্তমানে পুলিশ অথবা অন্যান্য কর্মকর্তার ছদ্মবেশ ধরেও কল করতে থাকে প্রতারকরা। এক্ষেত্রেও গা বাঁচিয়ে চলতে হবে আপনাকে।
মাথায় রাখবেন যে, অনলাইন দুনিয়াতে নিজেকে নিরাপদ রাখার জন্য সবচেয়ে সহজ উপায় সর্বদা সতর্ক থাকা। নতুন নতুন স্ক্যামার উঠে আসছে বর্তমানে। এই নিয়েও সচেতন হতে হবে। নিজেকে নিরাপদ রাখার জন্য নিম্নোক্ত পদক্ষেপ গুলো মেনে চলতে পারেন।
১) কোনো প্রকার অজানা লিঙ্কে ক্লিক না করা।
২) কোনো লোভনীয় এসএমএস বা ইমেলের ফাঁদে মোটেই পা দেবেন না।
৩) অপরিচিত নম্বর থেকে আসা কলগুলিতে উত্তেজিত না হয়ে শান্তভাবে জবাব দেন। এমনকি পুলিশের নামেও যদি কেও হুমকি দেন তাহলেও তার কথায় পড়বেন না।
৪) কোনো অবস্থায় যদি আপনার মনে হয় যে, কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে তাহলে সত্বর পুলিশকে জানান।