প্রতি মাসে ৪২ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কল! গ্রাহকদের জন্য নয়া প্ল্যান Jio-র

Published on:

Jio

ইন্ডিয়া হুড ডেস্ক: প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে গেলে এখন হাত কামড়াতে হচ্ছে গ্রাহকদের। কারণ ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ বাড়িয়ে দিয়েছে। যার ফলে গত ৩ জুলাইয়ের পর থেকে বিভিন্ন টেলিকম সংস্থায় ফোনের রিচার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দাম বাড়িয়েছে Jio। তবে এই আবহে মুকেশ আম্বানি সংস্থা ৪জি গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় অফার তুলে ধরেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

অত্যাধুনিক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান Jio-র

এইমুহুর্তে দাঁড়িয়ে Jio সংস্থা ৫জি গ্রাহকদের জন্য একের পর এক দারুণ মনোমুগ্ধকর অফার এবং রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। আর তাতেই মনে ক্ষোভ বাড়ছে ৪জি গ্রাহকদের। তবে এর চিন্তা নেই, মুকেশ আম্বানি সংস্থা ৪জি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সাশ্রয়ী অফার। যেখানে মিলবে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে আরও বিরাট অফার। এমনকি ডেটা শেষ হওয়ার পরে, মিলবে ৬৪ কেবিপিএস গতিসম্পন্ন ডেটা।

WhatsApp Community Join Now

4G গ্রাহকদের জন্য বড় খবর!

আসলে এই প্রতিবেদনে আমরা Jio-র যেই প্ল্যানটির কথা বলছি তা হল ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যেখানে মিলছে ২৮ দিনের মেয়াদ। আর সঙ্গে থাকছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা। শুধু তাই নয় প্রতিদিন মিলবে ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পরিষেবা। যার ফলে মাসে মিলছে ৪২ জিবি ডেটা। পাশাপাশি ১০০ টি ফ্রি SMS এর সুযোগ। তবে এটুকুতেই ক্ষান্ত হয়নি Jio সংস্থা। এসবের পাশাপাশি দেওয়া হবে Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড।

প্রসঙ্গত, এই ২৯৯ এর প্ল্যানটি ট্যারিফ প্ল্যান বৃদ্ধির আগে মিলত ২৩৯ টাকায়। এই প্ল্যানে আগেও মিলত প্রতিদিন ১.৫ জিবি ডেটা। মেয়াদ ছিল ২৮ দিনের জন্য। আর এখন এই প্ল্যানের খরচ ৬০ টাকা বেড়ে হয়েছে ২৯৯ টাকা। শুধু এই প্ল্যানের মেয়াদ নয়, আগে ৩৪৯ টাকায় প্রতিদিন যেখানে ২.৫ জিবি ডেটা দেওয়া হত ২৮ দিনে সেখানে এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩৯৯ টাকা। পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যান বাড়িয়েছে Airtel এবং Vi।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন