ইন্ডিয়া হুড ডেস্ক: ভ্যাপসা ও গা জ্বালানো গরমে একেবারে প্রাণ যায় যায় অবস্থা সকলের। আকাশের দিকে চাতকপাখির মত তাকিয়ে থাকে সকলে। এদিকে হাওয়া অফিস বৃষ্টির কথা জানালেও বৃষ্টির কোনও দেখা নেই। এই পরিস্থিতিতে আর কোনও বিকল্প পথ না পেয়ে অগত্যা AC র উপর ভরসা করতে হয়। কিন্তু AC শুধুমাত্র বেডরুমে লাগালেও গরম তো বাড়ির সব জায়গায়। সেক্ষেত্রে কী উপায় আছে? চিন্তা নেই। এই ভয়ংকর গরমের হাত থেকে বাঁচতে এবার নয়া উপায় নিয়ে এল TATA গ্রুপ। আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বাজারে বিভিন্ন ইলেকট্রনিক্স সংস্থা বিভিন্ন ফিচারস এবং স্পেসিফিকেশন নিয়ে একের পর এক নানা ধরনের AC এনেই চলেছে। ঘর যেন মনে হয় একদম বরফের দেশ। এবার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল TATA। এর আগে এই সংস্থাটি স্প্লিট AC অথবা উইন্ডোস AC নিয়ে এসেছিল গ্রাহকদের জন্য। এবার আরও এক অত্যাধুনিক নজরকাড়া AC নিয়ে সকলকে অবাক করে দিল TATA। যা যেকোনো জায়গায় ফিট করার সুবিধার পাশাপাশি এতে বিশেষ চাকার ব্যবস্থা করা হয়েছে। এক নজরে TATA র এই দারুণ AC সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিশেষত্ব কী এই AC র?
সম্প্রতি TATA এক পোর্টেবেল AC লঞ্চ করেছে। অর্থাৎ যেটির জন্য বাড়ির দেওয়ালে কোনও গর্ত করতে হবে না। TATA গ্ৰুপ মালিকাধীন Croma থেকে কিনতে পারা যাবে এই AC টি। এর ক্যাপাসিটি 1.5 টন, যা মাঝারি আয়তনের ঘরের জন্য একদম পারফেক্ট। এতে রয়েছে কপার কন্ডেন্সার, যা দারুণ কুলিং দিতে সাহায্য করবে। সঙ্গে রয়েছে চাকার ব্যবস্থা। অর্থাৎ খুব সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় সরানো যাবে। যখন যেখানে প্রয়োজন তখন সেখানে সেট করে দেওয়া যায়। তবে অবশ্যই সেট করার আগে এটির আউটডোর সেটিংস চেক করে নিতে হবে।
এই পোর্টেবেল AC-র দাম কত?
Croma সংস্থার এই পোর্টেবেল AC র দাম 43,990 টাকা। তবে এই দামের উপর একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে, যা কাজে লাগিয়ে আরও কমে কিনে ফেলতে পারবেন এই পোর্টেবেল AC টি। পাশাপাশি অনলাইনেও ব্যাপক বিকোচ্ছে এই পোর্টেবেল AC টি। সঙ্গে থাকছে আরও নানা আকর্ষণীয় অফার।