ইন্ডিয়া হুড ডেস্কঃ মোবাইলে স্প্যাম কলের কারণে জেরবার আমজনতা। সারাদিনে লক্ষ লক্ষ স্প্যাম কল যাচ্ছে। আর এবার এই স্প্যাম কল বন্ধ করার জন্য সাহায্য নেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর। সেরকমই প্রস্তুতি রয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI এর। তারা স্প্যাম কলের বিরুদ্ধে বড় অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে। TRAI এর নির্দেশ মেনে ভোডাফোন লঞ্চ করেছে স্যান্ডবক্স নামে একটি পাইলট প্রজেক্ট।
স্প্যাম কলের দ্বারা বিরক্ত সব্বাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়েও বেজে ওঠে স্প্যাম কল। কিন্তু এবার থেকে এই ধরণের ফোনকল নিজের থেকেই ব্লক হয়ে যাবে! ইতিমধ্যে TRAI একটি পরিষেবা নিয়ে আসে ডু নট ডিস্টার্ব নাম দিয়ে। তবে তাতে সুরাহা হয়নি। এবার AI এর সাহায্য নিয়ে স্প্যাম কল বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে TRAI। ইতিমধ্যে একটি অফিসিয়াল আদেশও আসতে পারে এই নিয়ে।
কীভাবে স্প্যাম কল বন্ধ হবে?
স্প্যাম কল বন্ধ করতে AI ফিল্টারের সাহায্য নিয়েছে TRAI। তার সাহায্যে ভারতের নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নেটওয়ার্কের মধ্যেই এই জাতীয় কলগুলিকে ব্লক করে দেবে। স্প্যাম ফোনকল ব্যবহারকারীর ফোন পর্যন্ত পৌঁছাবে না। উল্লেখ্য যে, এই কাজের জন্য সমস্ত কোম্পানি মিলে একটি কমন প্লাটফর্মের ব্যবহার করবে। আর বিভিন্ন কোম্পানি তাদের প্ল্যাটফর্মে স্প্যাম নম্বরগুলিতে রেজিস্ট্রেশন করবে। বিভিন্ন প্রচারমূলক ফোনকলও এরফলে নিষিদ্ধ হতে চলেছে।
আরও পড়ুনঃ শিয়ালদা স্টেশনে নয়া বিপত্তি! মাথায় বাজ যাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষের
উল্লেখ্য যে, TRAI যখন এই প্রকল্পটির ট্রায়াল রান চালায় তখন তারা মোটের ওপর সফল হয়। প্রথমদিকে স্প্যাম কল এলেও পরবর্তীতে সেটি ৯০% পর্যন্ত কমিয়ে দিতে পারে নতুন প্রযুক্তি। আসলে হয় কি, বিভিন্নজন ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, গাড়ি বা অন্য কোনো তথ্যের জন্য ওয়েবসাইট অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন এবং পরবর্তীতে তাদের কাছেই বেশি বেশি করে স্প্যাম ফোন কল আসতে থাকে। এবার থেকে সেইসমস্ত ফোন ব্লক করে দেওয়া হবে।