প্রীতি পোদ্দার: আজ ভাইফোঁটা। ভাই বা দাদার মঙ্গল কামনার জন্য আজ বোন বা দিদিরা কপালে ফোঁটা দিয়ে ভগবানের কাছে দীর্ঘায়ুর আশীর্বাদ চেয়ে থাকে। তাই সকাল থেকেই এই উৎসবের তোড়জোড় চলে। কিন্তু সঙ্গে যদি আবহাওয়া মন মত না হয় তাহলে আনন্দটাই মাটি হয়ে যায়। তাই হাওয়া অফিস আগে ভাগেই জানিয়ে দিল কেমন থাকবে আজকের আবহাওয়া।
এদিকে উৎসবের মাঝেই দুর্যোগের আশঙ্কা দেখা দিল। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের ভ্রুকূটি। তারই জেরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবারের পর থেকে কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে আজ ভাইফোঁটার দিনে আবহাওয়ার কোনো দুর্যোগ দেখা যাবে না।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই ঝলমলে রোদের দেখা পাবে বঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। পরিষ্কার থাকবে আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক। কখনও কখনও মেঘলা হওয়ার সম্ভবনা। ভোর এবং সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে ক্রমশ কমবে জলীয়বাষ্পের পরিমাণ। সঙ্গে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এরও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস এর তরফে জানা গিয়েছে, আজ ছুটির দিনে বৃষ্টির ভোগান্তি একদমই নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারা দিন। সঙ্গে দক্ষিণা বাতাস, পুবের বাতাস ছাড়াও প্রভাব বাড়বে পশ্চিমা হাওয়ারও। আর এর প্রভাবে খানিক শীতের আমেজ তৈরি হবে জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একদমই বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকাল থেকেই ঝলমলে রোদ এবং নীলাভ পরিষ্কার আকাশ দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।