ইন্ডিয়া হুড ডেস্ক: শ্রাবণের শেষ লগ্নে এসেও এখনও বৃষ্টির মেজাজ ভারী। তাইতো কখনও ঝিরিঝিরি তো কখনও আবার মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। আর এর মাঝেই ফের নিম্নচাপের সংকেত দেখা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা শুক্রবারই নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, দিঘার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। যার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আজকের আবহাওয়া
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।