প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল হোক বা রাত হু হু করে রাজ্য জুড়ে বয়ে চলেছে উত্তুরে হাওয়া। বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা এখন এরকমই থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েকদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমেছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে অবশ্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এদিকে দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ তবে তার অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে নয়। মলদ্বীপের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা রয়েছে ৷ উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস বা ঠান্ডার স্রোত চলছে ৷ যার প্রভাবে বঙ্গে ঠান্ডার আমেজ জোরালো হবে।
আজকের আবহাওয়া
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার মতো থাকতে পারে। তবে বেলা বাড়তেই কুয়াশার জাল ধীরে ধীরে কাটবে। সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এবং শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশায় মুড়ে যাবে গোটা শহর ও জেলা। শীতল শিরশিরানি ভাব বজায় থাকবে। পাহাড়ি এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশ বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ভোর থেকেই কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে যাবে। সকাল থেকেই ঠান্ডা আমেজ থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। সকালেও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে কুয়াশার পড়তে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।