হেমন্তের আবহেই এবার বঙ্গে বর্ষার খামখেয়ালিপনা! হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কী বলছে হাওয়া অফিস?

Published on:

weather

প্রীতি পোদ্দার: বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় এর সময় বৃষ্টি যেন নাছোড়বান্দা। আর সেটি গতকাল বিকেলে বেশ টের পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। এর কারণ হিসেবে আবহবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় বঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং কোন কোন জেলায় জোরালো বৃষ্টি হতে দেখা যাচ্ছে ৷ শুধু তাই নয় গভীর রাত এবং ভোরে কুয়াশা দেখা যাচ্ছে ৷ আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে ৷ আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজকের আবহাওয়া

আজ সপ্তাহের শেষ কর্মদিবস। আর আজকের দিনে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। এবং বিকেলের দিকে আকাশ মূলত মেঘলা হয়ে যাবে। সেই সময় দিকে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। তাই কোনও জেলায় জারি করা হয়নি হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবারও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনাও প্রবল। তবে এই জেলাগুলোর মধ্যে আবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাঁচটি জেলায়। আর সেই জেলাগুলো হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি একেবারেই কমে যাবে। তবে এইদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে কোন জেলায় ভারী বৃষ্টি হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে উইকেন্ডে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন