প্রীতি পোদ্দার: হেমন্তের পরশে ডুবেছে গোটা বঙ্গ। ভোর এবং সকলের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হলেও বেলা বাড়তেই ঝলমলে কড়া রোদের দাপটে শীতের দাপট কমে যায়। অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই আবহেই শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে মোটের ওপর সব জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে ৷ ফলে শীতের সম্ভাবনা নভেম্বরের শেষেই ধরা পড়বে।
আজকের আবহাওয়া
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া বেশ সুন্দর। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই মেঘের সঞ্চার ঘটবে। যার ফলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির ঘরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই কোনও সতর্কতাও জারি করা হয়নি। সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে তাপমাত্রার পার্থক্যের কোনো হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব থেকে পশ্চিমবঙ্গে ক্রমাগত হাওয়া ঢুকছে। এর ফলে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ও স্থলভাগের শুষ্ক উত্তুরে হাওয়ার সংঘর্ষেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলের জেলাগুলিতে। তাই আজ চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। যে সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে না। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তরবঙ্গে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।