শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে রাজ্যবাসী! হলুদ সতর্কতা জারি ৭ জেলায়, কী বলছে হাওয়া অফিস?

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের দাপটে জুবুথুবু উত্তর থেকে দক্ষিণে। একের পর এক ছক্কা হাতিয়ে চলেছে শীত। বেশ উপভোগ করছে বঙ্গবাসী।কিন্তু এই আবহে ফের ঘূর্ণাবর্তের ছায়া। জানা গিয়েছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী ২-৩ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আজকের আবহাওয়া

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জাঁকিয়ে শীতের স্পেল বাকি উত্তরবঙ্গেও। আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ ডিসেম্বর পর্যন্ত। কুয়াশার সম্ভাবনা আজকেও দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি আজ শৈত্যপ্রবাহ ফের অনুভূত হবে পশ্চিমের ৭ জেলায়। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি অনুভূত হবে পশ্চিমেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুষ্ক এবং শীতল থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে আগামীকাল সকাল পর্যন্ত বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন