প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল বরাবর। বাংলায় সরাসরি এর কোনো প্রভাব না পড়লেও শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আজকের আবহাওয়া
আজ ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাবে গোটা শহর। তবে বেলা বাড়তেই কুয়াশার দাপট কমতে থাকবে। মনোরম পরিবেশ বিরাজ করবে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার কোনো এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ঠাণ্ডার পরিমাণ কিছুটা কমবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শেষ কর্মদিবসে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় কুয়াশা পড়তে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার দাপট একটু বেশি থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশা পড়বে না। সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তবে কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ‘সিস্টেম’ তৈরি হয়েছে, সেটার প্রভাবে সপ্তাহের শেষ কর্মদিবসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে সকালেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও ঘন কুয়াশা পড়বে না।