আজ বৃষ্টি ভেস্তে দিতে পারে পুজোর শপিংয়ের প্ল্যান, জানুন কেমন থাকবে আগামীকালে আবহাওয়া

Published on:

weather rain south bengal

প্রীতি পোদ্দার: সেপ্টেম্বর মাস শেষ হতে আর মাত্র একদিন বাকি আছে। আর তারপরেই আগমন ঘটবে বাঙালির পুজোর মাসের। ইতিমধ্যেই নিম্নচাপ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে শরতের রোদ উঁকি মারতে শুরু করেছে। কিন্তু মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে বটে দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কমবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে মাসের শুরুতেই শুরু হবে আবার বৃষ্টির তাণ্ডব। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, সেটি এখন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর রয়েছে। যার প্রভাবে বঙ্গে ফের বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় আকাশ পরিষ্কার থাকবে। তবে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশের আনাগোনা দেখা যাবে। ফলস্বরূপ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এরও সম্ভাবনা রয়েছে। তবে কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

নিম্নচাপ কেটে গেলেও বিপর্যয় কাটিয়ে উঠতে পারছে না পাহাড় এবং সমতলের একাংশ। বরং বৃষ্টির দাপটের সঙ্গে পাহাড় পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে উঠছে। একাধিক জায়গায় ধস এবং প্রবল বর্ষণে বিপজ্জনক হয়ে রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে অনেকটাই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ ছুটির দিনে দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিষ্কার থাকবে আবহাওয়া। তবে মাঝে মধ্যে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা দেখা যাবে। যার ফলে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এখন বৃষ্টির দাপট কমলেও আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন