সাগরে ক্রমেই ঘনাচ্ছে নিম্নচাপ! আজ থেকে কিছুটা পারদ চড়বে বঙ্গে

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরুতে নিম্নচাপের খেলেও মাঝে হাড় কাঁপানো শীত অনেকটাই শীতের ক্ষতে প্রলেপ লাগিয়েছে। কিন্তু এদের আরও একবার নিম্নচাপের সংকেত দেখা দিল সাগরে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও এর প্রভাব বঙ্গে পড়বে না ৷ কারণ নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকুলের দিকে ৷ সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করবে। যার জেরে পারদ পতনে রাশ টানতে পারে। অর্থাৎ চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরের মাঝে আবার রাজ্যে ঠান্ডা কমে যাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা।

আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শীতের প্রকোপ কিছুটা কমবে। পাশপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আগামী শুক্রবার পর্যন্ত সেখানকার আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার দুটি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

গতকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের চার জেলায় শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে আজ থেকে সেই সম্ভাবনা নেই। উল্টে দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এমনই আপডেট দিল হাওয়া অফিস। পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত কোনও জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশও মূলত পরিষ্কার থাকবে। কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তর থেকে দক্ষিণে প্রতিটি রাজ্যে আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা খানিক বাড়তে পারে। এছাড়াও কুয়াশার হালকা দাপট দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। মনোরম এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন