আশঙ্কা অনুযায়ী ধামরায় তাণ্ডব ঘূর্ণিঝড়ের! ডানার প্রভাবে শুক্রে ভারী বৃষ্টি ১৫ জেলায়, সতর্কতা জারি হাওয়া অফিসের

Published on:

weather update

প্রীতি পোদ্দার: মধ্যরাত থেকেই স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আবহবিদদের আশঙ্কা অনুযায়ী ‘প্রবল’ আকারেই ডানার ‘ল্যান্ডফল’ হয়েছে। প্রথমে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলেছে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে ৷ সকাল ৭ টা ১৫ মিনিটে ভারতীয় মৌসম ভবনের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে আর এক ঘণ্টা চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। আর এই ডানার প্রভাবে দক্ষিণবঙ্গে সকাল হতে না হতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জারি করা হল লাল এবং হলুদ সতর্কতা।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। আর সেই সঙ্গে কয়েকটি দফায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। একটি বা দুটি দফায় কখনও ঝেঁপে বৃষ্টি নামছে। আবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে সকালের দিকে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৮০ কিমিতে নেমে যেতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশপাশে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের সব জেলার অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। কিন্তু কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। তবে উত্তরের নিচের দিকের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসের দিন চারটি জেলায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চারটি জেলারই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ থাকবে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। সেখানে প্রবল ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিমি। তবে বাকি ১১টি জেলাতেও এই চার জেলার তুলনায় কম বৃষ্টিপাত হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের সর্বোচ্চ বেগ থাকবে ঘণ্টায় ৮০ কিমি।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই ওই তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন