শেষ হয়েও যেন শেষ নেই! পরের সপ্তাহ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Published on:

weather

প্রীতি পোদ্দার: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরেই দেবীপক্ষের সূচনার মাধ্যমেই আগমন হবে মা দুর্গার।কিন্তু এবারেও বাঙালির এই আনন্দ উৎসবের কাঁটা হয়ে থাকবে অসুর বৃষ্টি। কারণ বৃষ্টি বিদায়ের শেষ বেলায় এসেও পুরোপুরি দক্ষিণবঙ্গ ছেড়ে যাচ্ছে না। তাই পুজোর শপিং থেকে প্যান্ডেল হপিং করতে এখন বেশ বাঁধার মুখে পড়তে হচ্ছে সকলকে। তবে এইমুহুর্তে রাজ্যে বৃষ্টি পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসলেও অক্টোবরের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ অর্থাৎ মহালয়ার দিন তো বটেই এমনকি পুজোর সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভরপুর।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ সকাল থেকেই মূলত মেঘলা থাকবে। পাশাপাশি সকাল থেকেই কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ খানিক কমবে। হাওয়া অফিসের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের তিনটি জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি পাঁচটি জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই পাঁচটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এখানেও কোনো সতর্কতা জারি করা হয়নি।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন