ইন্ডিয়া হুড ডেস্ক: গত আষাঢ় মাসে দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির দেখা পায়নি বললেই চলে। যার ফলে উত্তরবঙ্গের তুলনায় অনেকটাই বাড়তি ছিল দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ। তবে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ আসতে না আসতেই আকাশে কালো মেঘের সঞ্চারে দফায় দফায় হয়েই চলেছে প্রচণ্ড বৃষ্টি। যদিও তার পিছনে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
গতকাল সকাল থেকে দিনভর বৃষ্টি হয়েই চলেছে দফায় দফায়। আজও সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। কারণ বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামী সাতদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আগামীকাল ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং-এ। কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সারাদিনই দফায় দফায় বৃষ্টি হবে শহর কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া ও সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তাতেই বাংলা জুড়ে বৃষ্টি চলছে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি সরে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। তাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি ,পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা,হাওড়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এছাড়া কলকাতা,হাওড়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।