প্রীতি পোদ্দার: এক এক করে দেশের প্রতিটা রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত নিম্নচাপেরও খুব একটা দুর্যোগ নেই। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে রাজ্যে। আর নভেম্বর মাস পড়তেই সকলের মুখে একই কথা কবে আসবে শীত। যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত ধীরে ধীরে পড়ে। মাঝের এই সময়টা হালকা শীত হালকা গরমের মেলবন্ধনে এক মিষ্টি পরিবেশের সৃষ্টি করে। তবে এখনই পুরোপুরি শীত পড়বে না। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নামবে খানিক। দু-চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এমনকি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ পতন ঘটবে। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ এখনই শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আজকের আবহাওয়া
আজ, শনিবার, সকাল থেকেই পরিষ্কার, নীলাভ আকাশ যেন জানান দিচ্ছে শীত এসে গেছে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকেছে গোটা শহর। আজ সারাদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেল বা রাতের দিকে আংশিক মেঘলা হবে আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে বাকি পাঁচটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে কোনো বৃষ্টি হবে না। যেখানে বৃষ্টি হবে, সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আজ বৃষ্টি হবে না। আগামী সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে এখানকার আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, ছুটির দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া একদম শুষ্ক থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।