প্রীতি পোদ্দার: দেখতে দেখতে নভেম্বর মাস পরে গেল। শীতের দেখা একদমই নেই। তবে ভোরের দিকে এবং সকালের দিকে হালকা কুয়াশার চাদরে মুড়ে থাকে উত্তর থেকে দক্ষিণের জেলাগুলো। কিন্তু এখনই শীতের আগমন ঘটছে না। এই আবহেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না। এখন যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আছে, সেরকমই থাকবে আগামী পাঁচদিনের আবহাওয়া। ভোর এবং সকালের দিকে কুয়াশা দেখা দিলেও এইমুহুর্তে প্রবল কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি।
আজকের আবহাওয়া
সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশে আংশিক মেঘের আগমন দেখা গিয়েছে। ভোরের দিকে কুয়াশাও দেখা গিয়েছিল। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মিষ্টি হালকা শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। তবে আজ ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস জারি করা হয়নি। এবং তাপমাত্রার কোনো ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সব জায়গায় পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। একদমই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ শুষ্ক থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বেশি থাকায় আজ তিনটি জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বজ্রপাত সহ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওই জেলাগুলির আবহাওয়া একেবারেই শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেরও কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।