প্রীতি পোদ্দার: ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বঙ্গের আবহাওয়া। সকাল থেকেই শীতল আমেজ চারিপাশে। সঙ্গে রয়েছে কুয়াশা। তবে পুরোপুরি শীত পড়তে এখনও দেরি রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কিন্তু এই আবহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অবস্থান করছিল, তা আজ অর্থাৎ রবিবার দুপুরের দিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি করবে। যা পরবর্তী দু’দিনে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হবে। ফলস্বরূপ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, কেরল এবং মাহের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা প্রবল। তবে বাংলায় এর কোনো প্রভাব পড়বে না।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় কুয়াশা পরিস্থিতি কেটে গেলেও আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উপকূলবর্তী তিনটি জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা আর নেই। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে অথবা রাতের দিকে কুয়াশা পড়তে পারে মালদা ও দুই দিনাজপুরে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে। তেমনই উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না।