উত্তুরে এলাকায় এবার বৃষ্টির দাপট! বঙ্গে কবে থেকে পড়ছে শীতের আমেজ? কী বলছে হাওয়া অফিস

Published on:

weather

প্রীতি পোদ্দার: সকাল থেকেই শীতল আমেজ চারিপাশে। গ্রামবাংলায় ইতিমধ্যেই শীত ভালই অনুভূত হচ্ছে। সোয়েটার-টুপি পরতে শুরু করেছেন অনেকে। কিন্তু শহর-মফস্বল এলাকায় এখনও শীতের আমেজ ঠিক জাঁকিয়ে পড়েনি। তবে সকাল সন্ধ্যে কুয়াশা দেখা যাচ্ছে। বঙ্গে শীত শীত ভাব আসতে শুরু করলেও এখনই তাপমাত্রা দ্রুত হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে হালকা শীতের আমেজই অনুভূত হবে।

আজকের আবহাওয়া

আজ, সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকটি জায়গায় কুয়াশা পরিস্থিতি কেটে যাবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির আশপাশে। এখনই সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর হুংকার থাকবে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে অথবা রাতের দিকে কুয়াশা পড়তে পারে উত্তরের সমস্ত জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মনোরম পরিবেশ বিরাজ করবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। অন্যদিকে উত্তরে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন