প্রীতি পোদ্দার: চলতি বছর দুর্গাপুজো মিটতেই সাধারণ মানুষের মনে আতঙ্ক বেঁধেছিল ডানাকে নিয়ে। সেই অতি প্রবল ঘূর্ণিঝড় প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে তা নিয়ে অস্থির হয়ে পড়েছিল সকলে। কিন্তু সৌভাগ্যবশত খুব বেশি খারাপ প্রভাব ফেলতে পারেনি এই ঝড়। এইমুহুর্তে সেই ঝড় নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টি ঘটাচ্ছে। তবে নিম্নচাপ কাটলেও আশঙ্কার মেঘ এখনও কাটেনি দক্ষিণবঙ্গে। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কয়েকটি এলাকায়। তবে কালীপুজোর আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
আগামী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজো ও দীপাবলি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই উৎসবে রাজ্যের আবহাওয়া ভালোই থাকবে। মূলত পরিষ্কার আকাশ, দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শুধু। উত্তর ও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।
আজকের আবহাওয়া
আজ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। সকাল থেকে চড়া রোদ দেখা যাবে। যদিও জলীয় বাষ্পের আধিক্য কম বলে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে না। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। যার ফলে খানিক বৃষ্টি হলেও হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৬৬ শতাংশ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শীতের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে উত্তরবঙ্গের দুটি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু ওই দুটি জেলার কোনও অংশে ভারী বৃষ্টি হবে না। আর অন্যদিকে বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টি নিয়ে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়নি।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে।