প্রীতি পোদ্দার: ঘূর্ণিঝড় ডানার দুর্যোগ কেটে গিয়েছে। কিন্তু দুর্যোগ কেটে গেলেও টুকরো টুকরো মেঘ এখনও ভাসছে আকাশে। তার জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে দেখা যাচ্ছে কয়েকটি জেলায়। তবে আশা করা যাচ্ছে নতুন মাস পড়তেই বৃষ্টির সম্ভাবনা কমবে। এইমুহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একটু ওপরের দিকে থাকলেও পশ্চিমের দিকের জেলাগুলির পারদ কিছুটা হলেও নামতে শুরু করেছে । তাপমাত্রায় পতন শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে বাংলায় আবহাওয়া বদলালেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
আজকের আবহাওয়া
কালীপুজোর দিন সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। চড়চড়ে কড়া রোদে ভিজছে গোটা শহর। তবে বেলা বাড়তেই আকাশে দেখা যাবে আংশিক মেঘের। যার ফলে অল্প হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৩ শতাংশ থাকতে পারে, সর্বাধিক ৯৪ শতাংশ থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেইসব এলাকাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশ। তবে সেখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাকি তিন জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ আলোর উৎসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনো জেলায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। এদিকে বৃষ্টি হলেও বজ্রবিদ্যুৎ এর কোনো সম্ভাবনা নেই। এমনকি কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি কলকাতা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ ১২ টি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।