ইন্ডিয়া হুড ডেস্ক: আষাঢ় কাটিয়ে ভরা শ্রাবণে পড়তে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গে দেখা নেই মুষলধারায় বৃষ্টি। চাতকপাখির মত সকলে আকাশের দিকে বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকলেও, এখনই মুখ ফেরাচ্ছে না বর্ষা। এদিকে মারাত্মক ভ্যাপসা গরম। তবে গত সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। তার দাপট গতকাল কয়েকটি জেলায় অনুভূত হলেও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই খামতি থেকে যাচ্ছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আজকের আবহাওয়া
উত্তর-পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর এই দুই দিক থেকে আসা দুই হাওয়ার মিলিত প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও কয়েকটি এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। নেমেছে ধসও। তবে এবার সেই বৃষ্টির দাপট খানিক কমতে চলেছে। আগামীকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে উত্তরবঙ্গে। এমনটাই আশা করছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ যেমন সারা দিন রাত বৃষ্টি হয়েই চলেছে তেমনই অন্যদিকে, দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু বৃষ্টি হলেও কমবে না ভ্যাপসা গরমের গুমোট ভাব।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। আগামী মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।