বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এবার খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে চলে এল পাকা খবর

Published on:

bay of bengal low pressure south bengal weather

ইন্ডিয়া হুড ডেস্ক: আষাঢ় মাস প্রায় শেষ লগ্নে। এদিকে রথযাত্রার সময়কালও চলে গেল। কিন্তু ভরা বর্ষার মরশুমে শুকনো মেজাজে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। মাঝখানে কয়েকদিন কমবেশি বৃষ্টির পর, ফের গতি হারিয়েছে বৃষ্টি। আর এই আবহেই এবার দানা বাঁধছে এক নয়া ঘূর্ণাবর্ত।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্নাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবং ধীরে ধীরে সেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছে এই ঘূর্ণাবর্ত খুব শীঘ্রই নিম্নচাপে পরিণত হবে।

WhatsApp Community Join Now

আজকের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার কোনও কোনও জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেশিরভাগ জায়গায় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলায়। টানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এলাকায় ধস নামার ফলে সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এলাকাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন