প্রীতি পোদ্দার: আজ সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস। পরিষ্কার ঝলমলে আকাশ থাকলেও ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। তার প্রভাবে তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্ণাটকের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে উপকূলে ঝোড়ো হাওয়াও বইবে। অন্যদিকে আবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। যার ফলে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে।
আজকের আবহাওয়া
সকাল থেকেই আজ পরিষ্কার এবং ঝলমলে আকাশ দেখা যাবে। শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি গরমের পরিমাণ বাড়বে। তবে এই আবহেই আবার বিকেলের দিকে মেঘলা আকাশ দেখা যাবে। কয়েকটি এলাকায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার, উত্তরবঙ্গের দুটি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেখানে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা প্রবল। বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনো এলাকায় কোনও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তেমনই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।