ফেঙ্গল নিম্নচাপে পরিণত হলেও বজায় থাকবে বৃষ্টি! কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা?

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহের উইকেন্ডটা ঠিক মনে ধরল না কারোরই। কারণ ডিসেম্বরের শুরুর মুখেই বৃষ্টি। জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো বালাই নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল। এবং বঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। মেঘ কেটে ঝলমলে রোদের দেখা দিয়েছে।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই কুয়াশার দাপট কেটে যাবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কোনও জেলায় আজ বৃষ্টি হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মাঝারি কুয়াশার দাপট বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। তবে ভোর এবং সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একটি বা দুটি অংশে কুয়াশা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন