প্রীতি পোদ্দার: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে আবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। মঙ্গলের রাত থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এখনও চলছে বৃষ্টি। দক্ষিণের কোনও কোনও জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তবে এই নিম্নচাপে ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। তাই সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এত তাড়াতাড়ি বর্ষা বিদায় হচ্ছে না বঙ্গে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ নয়, এবার বাংলা থেকে পুরোপুরি পাততাড়ি গোটাতে আশ্বিন পেরিয়ে কার্তিক মাস হয়ে যাবে বর্ষার ৷
আজকের আবহাওয়া
গত দুইদিন ধরে দিন রাত বৃষ্টি হয়েই চলেছে বঙ্গ জুড়ে। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে রাস্তায়। তাই কাজের দিনে যাতায়াতের ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে সকলকে। এদিকে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইছে। আজও সকাল থেকে মেঘলা আকাশ। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির কাছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ থেকে ৯৫ শতাংশ হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। তাই এই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার কথাও জানানো হয়েছে। তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিন দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এলাকার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই কোনো জেলাতে সতর্কতা জারি করা হয়নি।