প্রীতি পোদ্দার: ঠাণ্ডার আমেজ এইমুহুর্তে রাজ্যজুড়ে। যদিও আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছিল। তাইতো গত শুক্রবার থেকে শহর থেকে জেলা, নামতে শুরু করেছে তাপমাত্রা। আর ভোরের দিকে অথবা সকালের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। এমনকি গতকাল উইকেন্ডেও বেশ ঠাণ্ডার আমেজ ছিল। আশা করা যাচ্ছে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে গিয়েছে। গতকালের মতই আজও কলকাতার তাপমাত্রা নামবে। তাইতো সকাল থেকে ঠাণ্ডার আমেজ তিলোত্তমা মহানগরীতে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মনোরম আবহাওয়া বিরাজ করবে। তাইতো সেই মনোরম শীত উপভোগ করার জন্য উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড়। আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা দাপট দেখা গিয়েছে। মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে কুয়াশা অস্বস্তি বাড়াবে সকালের দিকে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার থাকবে আগামী কয়েক দিন। পারদও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়বে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তেই সেই প্রভাব কেটে যাবে। তবে এইমুহুর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তুরে হাওয়াতে সপ্তাহভর মনোরম পরিবেশ থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমছে। আরও খানিকটা নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কিছুটা পতন হলেও আর সেটা হবে না। মোটামুটি একইস্তরে থাকবে রাজ্যের প্রতিটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এখনই আর ঠান্ডা পড়ছে না। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সকালের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।