প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের মাঝখান থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে শুরু হয়েছে শীতের আমেজ। সকলেই এই আদুরে মনোরম পরিবেশ উপভোগ করছে। তবে এই আবহে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পরিণত হতে পারে নিম্নচাপে। ২৫ তারিখ অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওই গভীর নিম্নচাপের শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তার উপর নজর রাখছে আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছে তারা।
আজকের আবহাওয়া
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ অর্থাৎ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়তেই সেই কুয়াশার দাপট কেটে যাবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেরও কোনও জেলায় আজ বৃষ্টি হবে না। সপ্তাহের শেষ কর্মদিবসে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গে আজকের মতই প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকালউত্তর জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।