প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। দিনভর মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ থাকছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত আজ, শনিবার নিম্নচাপে পরিণত হবে। সোমবারের মধ্যে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা শহর। তবে বেলা বাড়তেই একটু একটু করে কুয়াশা কাটছে। আজও দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অর্থাৎ আবার কিছুটা কমতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক থাকবে উত্তরবঙ্গ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ওই পাঁচদিনও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, ছুটির দিনে মেঘমুক্ত পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। এবং আবহাওয়া শুষ্ক থাকবে।